
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসূল (দ.)
হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর
বাণী মোবারক
হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করিম (দ.) এর উপর দরুদ পড়, মাতৃভূমি শান্ত কর ।
আওলাদে রাসূল(দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের
বাণী মোবারক
তরিক্বত আমাদের রাস্তা, মোর্শেদ গাউছুল আজম আমাদের পথ প্রদর্শক, ধৈর্য আমাদের ইউনিফর্ম, খুলুছিয়ত আমাদের অস্ত্র, তরিক্বতপন্থীরা আমাদের আপন ভাই, এশায়াত সম্মেলন আমাদের ঈদ, মজিলে মকছুদ আমাদের লক্ষ্য ।
<
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্,
ইসলাম শাশ্বত শান্তির অমিয় মধুর পয়গাম, আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। ছৈয়্যদুল মোরছালিন রাহমাতুল্লিল আ'লামিন (দ.) ইসলামকে করেছেন পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ ।
বিশ্ব মানবতার মুক্তির জন্য উপহার দিয়েছেন খোদায়ি বিধান আল-কুরআন । মানবতা যখন পথচ্যুত হয়ে জাহেলিয়তের সম্মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় তখন হারানো মানবতাকে খোদায়ি বিধান মতে স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর দরবার থেকে যুগের প্রয়োজন অনুসারে প্রেরিত হয় হাদি বা পথপ্রদর্শক তথা শ্রেষ্ঠ বেলায়তের অধিকারী যুগের গাউছুল আজম, যাঁর সিনা মোবারকে থাকে হাবিবে খোদার নূরে পাক, সুন্নতে মোস্তফায় রাঙানো থাকে উনার আখলাক ।
বিশ্বায়নের বিশ্বে রাসূলুল্লাহ (দ.) এর রক্ত মোবারক দিয়ে গড়া ইসলাম যখন বিভ্রান্তের ছলনায় লাঞ্চিত, ষড়যন্ত্রের সয়লাবে পর্যবসিত, মনগড়া মতবাদে পথচ্যুত, নফসের লালসায় আক্রান্ত, জ্ঞানপাপীদের অপব্যাখ্যায় বিভ্রান্ত, ফেতনা-ফাসাদ আর হারামের প্রবল স্রোতে নিমজ্জিত, নফসানিয়তের নোংরা বিষক্রিয়ায় আসক্ত; এভাবেই ইনসানিয়তকে জলাঞ্জলি দিয়ে যাচ্ছে আশরাফুল মাখলুখাতের পরিচয় বহনকারী খোদার প্রিয়তম সৃষ্টি মানুষ, ঠিক সে মুহূর্তে পথভ্রষ্ট মানবজাতির কাঙ্ক্ষিত কাণ্ডারিরূপে আবির্ভূত হলেন গাউছিয়তের মুকুটধারী বেলায়ত জগতে অতুলনীয় শরাফতের অধিকারী কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু এবং প্রাণপ্রিয় মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেব ।
যিনি বদর, ওহুদ, খন্দক, খায়বর ও কারবালার রক্তমাখা ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন নূরে মোস্তাফার প্রক্ষেপণে, মোরাকাবা, ফয়েজে কুরআন, দরূদে মোস্তফার অনুশীলনে, বেলায়তে মোহাম্মদীর এছলাহি দর্পণে, মুহব্বতে মোস্তফার সুধা বিতরণে। এ মহান কালজয়ী মনীষীর জাহেরি ও বাতেনি পৃষ্ঠপোষকতায় পরিচালিত খোদায়িভাবে স্বীকৃত সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, যাঁর এছলাহি আঙ্গিনায়, এখলাছের সাদকায় পথহারা যুব সম্প্রদায় শরীয়তের পূর্ণাঙ্গ অনুশীলন ও সুন্নাতে মোস্তফায় জীবন গঠনের আকুলতায় বিভোর। খোদার রঙে রঙিন হওয়ার প্রত্যয়ে এখলাছের গভীরে গিয়ে তাহাজ্জুদের জায়নামাজে অশ্রুসজল প্রার্থনায় অবিরাম আর্তনাদে আত্মহারা, যাঁর মাঝে খুঁজে ফিরে চিরশান্তির অবারিত ফল্গুধারা।
নবী প্রেমের এছলাহি দর্শন তথা মঞ্জিলে মকছুদ অভিমুখে আধ্যাত্মিকতার মিশন নিয়ে স্রষ্টার সাথে সৃষ্টির প্রেমের বন্ধন সুদৃঢ় করার জন্য নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বার্তা নিয়ে সারা বিশ্বে পালিত হচ্ছে এশায়াত সম্মেলন, এশায়াত মাহফিল, গাউছুল আজম কনফারেন্স। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. রোজ শনিবার, ঢাকার ঐতিহাসিক বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু এর ভাষায় “এজতেমাউল মোখলেছিন” অর্থাৎ মোখলেছ বান্দাগণের সমাবেশ। যে সম্মেলনের মাধ্যমে মুসলিম মিল্লাতে ফিরে আসবে ছৈয়্যদুল মুরছালিন (দ.) এর রেখে যাওয়া ইসলামের সতেজতা, খোদায়ি প্রেমের ঐশ্বর্যগাঁথা। ধরণীর বুকে কায়েম হবে রূহানী রেনেসাঁর আলোড়ন, নবীর নূরের হাতছানিতে হেদায়তময় জাগরণ ।
উক্ত সম্মেলনে শরিক হয়ে আল্লাহ তা'আলা ও তাঁর প্রিয় হাবীব (দ.) এর সন্তুষ্টি অর্জন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর ফুয়ুজাত ও বারাকাত হাসিলের জন্য সমস্ত মুসলিম উম্মাহর প্রতি দ্বীনি দাওয়াত রইলো ।
সালামান্তে
আহবায়ক
এশায়াত সম্মেলন বাস্তবায়ন পরিষদ।
ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২০২৪
ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২০২৩
কুমিল্লায় এশায়াত সম্মেলন ২০২৩
ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২০২২
ঐতিহাসিক এশায়াত সম্মেলন ২০১৯


