মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদে জুমা হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭২ তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদে নামাজে জুমা- পবিত্র খতমে কুরআন শরীফ ও খতমে তাহলীল শরীফ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ-কিয়াম ও মেনাজাত, পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আসর- তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়্জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জেয়ারত, মিলাদ শরীফ-কিয়াম ও মোনাজাত,বাদে নামাজে মাগরিব- মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রাসূলে পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত), সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূর মোবারক বিতরণ, রওজা পাক জেয়ারত, মিলাদ শরীফ- কিয়াম ও মোনাজাত, কাবলে নামাজে এশা- তাবাররুক বিতরণ, জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে নামাজে এশা- মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ- কিয়াম ও আখেরি মোনাজাত, তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়, রওজাপাক জিয়ারত, মিলাদ শরীফ- কিয়াম ও মোনাজাত, ১২ রবিউল আউয়াল বাদে নামাজে ফজর- ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ- কিয়াম ও মোনাজাত।

এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

সাম্প্রতিক কেন্দ্রীয় মাহফিল সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ