দরসুল কোরআন
“নিশ্চয়ই আমি (আল্লাহ্) স্বয়ং এবং আমার ফেরেস্তাগণ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি; হে মুমিনগণ তোমরাও তাঁহার উপর দরুদ পাঠ কর এবং যথাযথ ভাবে সালাম প্রেরণ কর।” - [সুরা আল আহ্যাব, আয়াত -৫৬]
“আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে হেদায়াত দান করেন না, আপনি কখনও তার জন্যে সাহায্যকারী মুর্শিদ পাবেন না।” - [সূরা কাহফ, আয়াত-১৭]
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং আল্লাহর পথে উসিলা তালাশ কর।” - [সুরা মায়িদা, আয়াত-৩৫]
“স্মরণ রেখো! আল্লাহর অলি বা প্রিয় বান্দাগন নিঃসন্দেহে নির্ভয় এবং নিশ্চিন্ত ।” - [সুরা আল ইউনুছ, আয়াত-৬২]
দরসুল হাদিস
ইয়াহইয়া ইবনু আয়্যুব, কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমযান মাস এলে জান্নাতের দরজাসমুহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শিকলবন্ধী কর হয়। ( সহীহ মুসলিম )
হযরত নবী করিম (সঃ) ফরমান, “যে ব্যাক্তি নিজের বুদ্ধিকে যথেষ্ট মনে করে, সেই ব্যক্তি গোমরাহ্”
হাদীসে কুদসীতে আলাহ পাক ফরমান, “যে ব্যক্তি আমার অলীদের সংগে দুশমনি করবে, তাকে আমার সংগে যুদ্ধ করার আদেশ দিচ্ছি।”
হাদীসে কুদসীতে বলা হয়েছে, “নিশ্চয় আমার অলীগণ আমার কুদরতের চাদরের মধ্যে আবস্থান করেন, আমি ছাড়া কেউ তাদেরকে হাকিক্বীভাবে চিনেনা।”
হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বাণী মোবারক
“হে যুবক, নামাজ পড়, রোজা রাখ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর উপর দরুদ পড়, মাতৃভূমি শান্ত কর।”
"আমি আমার সমস্ত আহালদিগকে এই নির্দেশ দিচ্ছি যে, তারা যেন আল্লাহ এবং রাসুল (দঃ) এর সন্তুষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হয়; এতে তাদের উন্নতি হবে অন্যথায়য় তাদের অবনতি হবে।”
”আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদ্রাসার খেদমতের মাঝেই পেয়েছি। আমি কাগতিয়া মাদ্রাসাকে আমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করি।”
”তরিক্বতপন্থীদের মধ্যে এমন কিছু লোক আছে, যারা আমাকে ভালবাসে অথচ আমার মাদ্রাসাকে ভালবাসেনা, তারা আমাকে মুহব্বত করলেও তাদের প্রতি আমার প্রকৃত মুহব্বত আসেনা।”
খলিফায়ে গাউছুল আজম, মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের বাণী মোবারক
“তরিক্বকত আমাদের রাস্তা, গাউছুল আজম আমাদের পথ প্রদর্শক, ধৈর্য আমাদের ইউনিফর্ম, খুলুছিয়াত আমাদের অস্ত্র, তরিক্বতপন্থীরা আমাদের আপন ভাই, এশায়াত সম্মেলন আমাদের ঈদ, মন্জিলে মকছুদ আমাদের লক্ষ্য।”
“তরিক্বতের এশায়াত করা আমাদের পেশা নয়, এটি আমাদের আধ্যাত্মিক নেশা।”
“পীর-মুরিদি আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে আল্লাহ সন্ধানিদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া”
“মুনিরীয়া যুব তবলীগ কমিটির সকল সাংগঠনিক কাজই হচ্ছে এ তরিক্বতের রেয়াজত।”
“ঈমানের পরীক্ষা আল্লাহর অফুরন্ত রহমত প্রাপ্তির মাধ্যম।”