ইনশাআল্লাহ্, আগামী ২৫শে নভেম্বর ২০২৩ ইংরেজি রোজ শনিবার, বেলা ৩ ঘটিকা হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রাণপ্রিয় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৮৯তম এনামী জলসা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খান, চাঁদপুর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলওয়ার হোসেন খাঁন, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ প্রমুখ।

এতে আরও দেশবরণ্য ওলামায়ে কেরাম, বুযুর্গানে দ্বীন, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদ এর শুভাগমন।
উক্ত এনামী জলসায় আপনারা দলে দলে যোগদান করে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রেজামন্দি হাছিল করুন।

স্থানঃ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দান, গাউছুল আজম সিটি, বায়েজিদ, চট্টগ্রাম।

 

 

মাদ্রাসার সাম্প্রতিক জলসা সমূহ

মাদরাসার সাম্প্রতিক সংবাদ সমূহ