কাগতিয়া মাদ্রাসায় ফাযিল অনার্স ১ম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান
গতকাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীভূক্ত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের রাউজানস্থ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসায় ফাযিল (স্নাতক) অনার্স ১ম বর্ষ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছবক প্রদান অনুষ্ঠান মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও না’তে রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া ছবক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরবি প্রভাষক আল্লামা মুহাম্মদ মমতাজুল হক নূরী, মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী প্রমুখ।
ছবক অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জনপদের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র পবিত্র হাত মোবারকে তিল-তিল করে গড়ে উঠেছে। নিভৃত পল্লীতে গড়ে উঠা এ প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক বোধসম্পন্ন আলোকিত মানুষ তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ তথা আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে।
পল্লীর প্রত্যন্ত অঞ্চলে হলেও একজন শিক্ষার্থীকে যথাযথভাবে ব্যবস্থা করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা এতে বিদ্যমান। আধুনিক কম্পিউটার ল্যাব, সুপরিসর লাইব্রেরি, উন্নতমানের হোস্টেল ব্যবস্থাপনা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবস্থা এবং যাবতীয় সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।
এছাড়া বিনা বেতনে অধ্যয়নসহ হোস্টেলে ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাদরাসার বর্তমান অধ্যক্ষ মহোদয়ের নিবিড় পরিচর্যা ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে এ মাদরাসা দিনদিন বিশ্বের বুকে একটি আধুনিক ও ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
আল্লামা আনোয়ারুল ছিদ্দিকী সাহেব কর্তৃক ছবক প্রদান ও মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা মমতাজুল হক নূরী সাহেব।