১। মসজিদ ভিত্ত্বিক মাসিক মাহ্ফিল বাস্তবায়ন করা।

২। সংশ্লিষ্ট শাখা ভিত্ত্বিক এশায়াত মাহফিলের আয়োজন করা।

৩। শিক্ষাঙ্গন ভিত্বিক এশায়াত সেমিনার এবং কোচিং এর ব্যবস্থা করা।

৪। শাখাস্থ পাঠাগার ভিত্ত্বিক ছহিহ কোরান ও নামাজ প্রশিক্ষনের ব্যবস্থা করা।

৫। নগর ভিত্ত্বিক এশায়াত সম্মেলন বাস্তবায়ন করা।

৬। কেন্দ্র ভিত্তিক সমস্ত তরিক্বত পন্থীদের নিয়ে মোর্শেদে বরহকের বাড়ীতে ব্যাপকভাবে ৬টি মাহফিল বাস্তবায়ন পূর্বক মোর্শেদে বরহকের রূহানী ফয়েজ হাসেল করা হয়।

ক) ৯ই মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল উদ্যাপন করা।

খ) ১১ই রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন করা।

গ) ১০ই রবিউসছানী দিবাগত রাত ফাতেহায়ে এয়াজদহুম উদ্যাপন করা

ঘ) ২৬ শে রজব দিবগত রাত পবিত্র মে’রাজুন নবী (দঃ) উদ্যাপন করা।

ঙ) ১৪ ই শাবান দিবাগত রাত পবিত্র শবে-ই-বরাত উদ্যাপন করা।

চ) পবিত্র রমজান মাসে ব্যাপক ‘খতমে কোরান’ মাহফিলের আয়োজন করা।

৭। সর্বোপরি লেখনীর মাধ্যমে মুনিরীয়া তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বে পৌঁছে দেয়ার জন্য প্রকাশনা পরিষদ কর্তৃক বিভিন্ন তাসাউফ ভিত্ত্বিক বই এবং নিয়মিত ত্রৈমাসিক “ফজলে আহমদী” প্রকাশ করা।

স্বকীয় বৈশিষ্ট্য সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ