"তাদের নিকট সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত প্রত্যক্ষভাবে সমগ্র জগতে এবং তাদের অন্তরে আমার নিদরশন সমুহ অতি সত্তর প্রকাশ করব"

সূরাঃ হা-মীম আস-সাজদা, আয়াত -৫৩

হজরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, "আল্লাহ্ যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি জিব্রাইল (আঃ) কে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালবাসি তাই তুমিও তাকে ভালবাস, তখন জিব্রাইল (আঃ) ও তাকে ভালবাসে। অতঃপর জিব্রাইল (আঃ) আসমান বাসিকে ডেকে বলেন আল্লাহ্ অমুক বান্দাকে ভালবাসে্ন, তোমরা ও তাকে ভালবাস, তখন তাকে আসমান বাসীরা (ফেরেশতাগন) ভালবাসেন অতঃপর জমীনে বা জমীনবাসীদের মাঝেও তার গ্রহন যোগ্যতার (কবুলিয়তের)নিদরশন স্থাপন করা হয়”।

সহীহ বোখারী শরীফ ও সহীহ মুসলিম শরীফ।

স্বকীয় বৈশিষ্ট্য সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ