মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বেলা ৩টা হতে নাজিরহাট নতুন রাস্তার মোড়স্থ মাষ্টার কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৮ ফটিকছড়ি পৌরসভা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সরওয়ার কামাল চৌধুরী, নাজিরহাট ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ অলি আহাদ চৌধুরী, নাজিরহাট ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, আলহাজ্ব খোরশেদুল আলম শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী রেজিষ্টার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও নাজিরহাট ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।

মাহফিলে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের এশায়াত পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন নূরী ও মাওলানা মোহাম্মদ এরশাদুল হক।

বক্তারা বলেন, সিয়াম সাধনার ফলে মুমিন বান্দাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হয়, তেমনি সমাজে সাম্য, সৌহার্দ ও সম্প্রীতির সৃষ্টিতে এ ইবাদতের রয়েছে ফলপ্রসু প্রভাব।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্রর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

 

 

 

 

 

স্বকীয় বৈশিষ্ট্য সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ