জীবনের-প্রতিটি-ক্ষেত্রে-কোরআন-সুন্নাহর-বাস্তবায়ন-ঘটাতে-হবে

 

জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন-সুন্নাহর বাস্তবায়ন ঘটাতে হবে

মহান আল্লাহ পবিত্র কোরআনকে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রেরণ করেছেন। কোরআন এবং সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ ও অনুকরণ করলে মানুষ বিপদগামী হবে না। বর্তমান মুসলিম বিশ্ব পিছিয়ে পড়ার কারণ হচ্ছে কোরআন-সুন্নাহর অনুসরণ ও অনুকরণ থেকে দূরে সরে যাওয়া। কোরআন ও সুন্নাহর বিধান যথাযথভাবে শিক্ষা প্রদানের জন্য কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ২০০৯ সালে ফটিকছড়ির দাঁতমারার প্রত্যন্ত অঞ্চলে এই মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনি মানবজাতিকে হেদায়তের জন্য দেশবিদেশে এ ধরণের বহু প্রতিষ্ঠান গড়ে গেছেন। এ মাদরাসা সমূহ থেকে হাজার হাজার ছাত্র বের হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রেখে চলেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন-সুন্নাহর বাস্তবায়ন আজ সময়ের দাবী।

গত (২৪ ডিসেম্বর’২২ ইং) শনিবার বেলা ০৩ টা হতে ফটিকছড়ি দাঁতমারায় আল-ফজল মুনিরী গাউছুল আজম তাহফিজুল কোরআন মাদরাসা ময়দানে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এ কথা বলেন।

মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি ও নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং দাতমারা ইউনিয়ন পরিষদ এর নিকাহ রেজিষ্ট্রার্ড আলহাজ্ব মাওলানা কাজী গোলামুর রহমান, ফটিকছড়ি গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, রাঙ্গামাটি জুড়াইছড়ির সাবেক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাওলানা শফিউল ইসলাম, হাসনাবাদ আহছানুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আলীম উদ্দীন, হাসনাবাদ আহসানুল উলুম ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব, হাসনাবাদ আহসানুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তাজুল ইসলাম সওদাগর প্রমূখ।

সালানা জলসায় বক্তব্য রাখেন শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম সিনিয়র মাদরাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন।

মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

 

জীবনের-প্রতিটি-ক্ষেত্রে-কোরআন-সুন্নাহর-বাস্তবায়ন-ঘটাতে-হবে-আল-ফজল-মুনিরী-গাউছুল-আজম-তাহফিজুল-কোরআন-মাদরাসার-সালানা-জলসা-দৈনিক-আজাদী

 

জীবনের-প্রতিটি-ক্ষেত্রে-কোরআন-সুন্নাহর-বাস্তবায়ন-ঘটাতে-হবে-আল-ফজল-মুনিরী-গাউছুল-আজম-তাহফিজুল-কোরআন-মাদরাসার-সালানা-জলসা-দৈনিক-পূর্বকোণ

 

জীবনের-প্রতিটি-ক্ষেত্রে-কোরআন-সুন্নাহর-বাস্তবায়ন-ঘটাতে-হবে-আল-ফজল-মুনিরী-গাউছুল-আজম-তাহফিজুল-কোরআন-মাদরাসার-সালানা-জলসা-হাটহাজারী-সংবাদ

স্বকীয় বৈশিষ্ট্য সমূহ

সাম্প্রতিক সংবাদ সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক কেন্দ্রীয় মাহফিল সমূহ