প্রিয় নবী করীম (দঃ) এর রেখে যাওয়া পথ হচ্ছে সিরাতুল মোস্তাকিম, যে পথে রয়েছে অনন্ত নিয়ামতের ভাণ্ডার!

প্রিয় রাসূল (দ.) এই পৃথিবীর বুকে শুভাগমন করে জমিনকে করেছেন পবিত্র ও বিশুদ্ধতায় ভরপুর। আইয়্যামে জাহেলিয়তের চরম অন্ধকার যুগে সততা, ন্যায়পরায়ণতা ও ইনসাফ ভুলে যাওয়া মানুষদের মাঝে এনে দিয়েছেন সৌহার্দ্য-সম্প্রীতি, উদারতা-সহমর্মিতা, মানবতা ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত। প্রিয় নবী (দ.) এর রেখে যাওয়া পথ হলো সিরাতুল মোস্তাকিম। যে পথে রয়েছে অনন্ত নিয়ামতের ভাণ্ডার। নবী (দ.) এর অনুকরণ-অনুসরণ ও ভালোবাসার পথ ধরে যারা অনন্য মর্যদায় উপবিষ্ট হয়েছেন তাঁদের মধ্যে স্মরণকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.)। শেষ যুুগে এসে মানুষকে শরীয়তের জ্ঞান বিতরণের পাশাপাশি এমন এক তরিক্বত প্রতিষ্ঠা করেছেন যেখানে প্রিয় রাসুল (দ.) এর বাতেনী নূরের মাধ্যমে অভ্যন্তরীণ আত্মশুদ্ধি করে একজন সাধারণ মানুষকে আলোকিত মানুষে পরিণত করেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাদে জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম (মাদ্দাজিল্লুহুল আলী) ছাহেব এসব কথা বলেন।

হযরত গাউছুল আজম (রা.) প্রতিষ্ঠিত তরিক্বতে অন্তর্ভুক্ত হলে জীবনাচরণে এমন পরিবর্তন আসে যার মাধ্যমে মানুষ শিখে আল্লাহর ভয়, নবীজির ভালোবাসা, শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ, শিরক বিদআতমুক্ত জীবন ধারণের পরিপূর্ণ নির্দেশনা, হারাম হালালের পার্থক্য নিরূপণ, সর্বোপরি সৃষ্টির সেবা। আধুনিকতার প্রবল স্রোতে মানুষ যেখানে দ্বীনের পথ থেকে দূরে সরে যাচ্ছে সেই সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি দৈনিক ১১১১বার দরূদ শরীফ, ফয়েজে কুরআন, তাওয়াজ্জুুহ, মোরাকাবা সহ তাহাজ্জুদ, তাকওয়া, তাওয়াক্কুল, তাহারাতের নিরিখে খোদা সন্ধানী মানুষদের খোদা পর্যন্ত পৌঁছে দিতে হযরত গাউছুল আজম (রা.) অনবদ্য ভূমিকা রেখেছেন। হযরত গাউছুল আজম (রা.) এর রেখে যাওয়া তরিক্বতে জীবনযাপনের যে রূপরেখা রয়েছে তা মানুষকে এনে দেয় মহান আল্লাহর সান্নিধ্য এবং প্রিয় রাসুল (দ.) এর নৈকট্য।

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. মাওলানা কাফীলুদ্দীন সরকার সালেহী, সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর মুহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ প্রমূখ।

সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।

সম্মেলন শেষে প্রধান অতিথি প্রিয় নবীজির উসিলায় এবং খলিফায়ে রাসূল (দ.) এর এখলাসের সাদকায় দেশ জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।

স্বকীয় বৈশিষ্ট্য সমূহ

সাম্প্রতিক সংবাদ সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক কেন্দ্রীয় মাহফিল সমূহ