ঐতিহাসিক বদর দিবস ও হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেলাদত শরীফ পালিত

গত রবিবার ১৭ রমজান (৯ এপ্রিল) বাদে যোহর হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে খতমে কোরআন এর মাধ্যমে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তাফা খলিফায়ে রাসুল(ﷺ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেলাদত শরীফ ও ঐতিহাসিক বদর দিবস পালিত হয়। উপস্থিত তরিক্বতপন্তীগণ ১৭ টি খতমে কুরআন আদায় করেন। ইসলামের প্রথম ঐতিহাসিক বিজয় সোপান বদর যুদ্ধের বিভিন্ন দিক আলোচনা করা হয় এবং এ থেকে শিক্ষা অর্জন করার জন্য মুসলিম মিল্লাতের প্রতি বিশেষ আহবান করা হয়।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে মোনাজাত করা হয় । মোনাজাতে সকলের অভিন্ন আবেদন ছিলো খতমে কোরআনের বরকতের উছিলায় মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিলুহু আলী ছাহেবের হায়াত কামনা, দেশ-জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা । মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মাহফিল প্রাঙ্গণ। সকলের চোখে ছিলো অশ্রু, চেহারায় ছিলো মাহে রমজানের স্নিগ্ধতা, সর্বোপরি বিরাজ করছিলো কোরআনময় অনুভূতিমাখা ঐশী মুগ্ধতা।

 

 

 

 

 

 

মাদরাসার সাম্প্রতিক সংবাদ সমূহ

স্বকীয় বৈশিষ্ট্য সমূহ