কাগতিয়া-এশাতুল-উলুম-কামিল-এম-এ-মাদরাসার-৯০তম-এনামী-জলসা

 

ইনশাআল্লাহ্, আগামী ৭ই ডিসেম্বর ২০২৪ ইংরেজি রোজ শনিবার, বেলা ৩ ঘটিকা হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রাণপ্রিয় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার ৯০তম এনামী জলসা অনুষ্ঠিত হবে।

এতে আরও দেশবরণ্য ওলামায়ে কেরাম, বুযুর্গানে দ্বীন, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদ এর শুভাগমন।
উক্ত এনামী জলসায় আপনারা দলে দলে যোগদান করে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রেজামন্দি হাছিল করুন।

স্থানঃ কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দান, গাউছুল আজম সিটি, বায়েজিদ, চট্টগ্রাম।

 

 

মাদ্রাসার সাম্প্রতিক জলসা সমূহ

মাদরাসার সাম্প্রতিক সংবাদ সমূহ

গুরুত্বপূর্ণ সংবাদ